জিল্লুর রহমান রাসেল, ফরিদপুরঃ
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের গোলজার মন্ডলের ডাঙ্গীতে গোলজার মন্ডলের হাট নামে একটি হাটের উদ্বোধন করা হয়েছে।
১২ এপ্রিল মঙ্গলবার বিকেলে এ হাটের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ শামসুল হক ভোলা মাষ্টার।
নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোস্তাকুজ্জামান মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোফাজ্জেল হোসেন।
এসময় আরও বক্তব্য রাখেন নর্থ চ্যানেল ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ফজল প্রামানিক, আওয়ামী লীগ নেতা আবুল বাসার বাদশা, রহিম মোল্লা ও যুব লীগ নেতা নাজমুল। সভা পরিচালনা করেন স্থানীয় পল্লী চিকিৎসক আঃ আলিম ও পদ্মার চর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ হেলাল উদ্দীন।
হাট কমিটি জানান প্রতি সপ্তাহে মঙ্গলবার হাট বসবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।