খ্রিস্টীয় ২০৩০ সালে এক বছরে দুই রমজান উদযাপন করবে মুসলিমরা। সৌদি আরবের মহাকাশ গবেষক খালিদ আল-জাকাকের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে আল-আরাবিয়া নিউজ। এর কারণ হলো—ইসলামী হিজরি বর্ষ নির্ভর করে চাঁদের ওপর আর গ্রেগরিয়ান খ্রিস্টীয় বর্ষ নির্ভর করে সূর্যের ওপর। চন্দ্রবর্ষ হয় ৩৫৪ থেকে ৩৫৫ দিনে এবং সৌরবর্ষ হয় ৩৬৫ দিনের।
এতে উভয় বর্ষের ভেতর ব্যবধান হয় ১০ দিনের। এই ব্যবধানের কারণে প্রত্যেক ৩০ বছর পর গ্রেগরিয়ান এক বছরে দুইবার রমজান পড়ে। অতীতে সর্বশেষ ১৯৯৭ সালে এবং তার আগে ১৯৬৫ সালে এমনটি হয়।
আগামীতে ২০৩০ সালের পর ২০৬৩ সালে এক বছরে দুইবার রমজান পাওয়া যাবে। একই কারণে রমজান বিভিন্ন মৌসুমে হয়ে থাকে। প্রত্যেক ৩২ বছর পর পর রমজানের মৌসুম পরিবর্তন হয়। ২০২৮ সালে রমজান হবে মধ্যশীতে। আবার ২০৪৪ সালে রমজান শুরু হবে তপ্ত গ্রীষ্মে।
জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুসারে, হিজরি ১৪৫১ সালের রমজান শুরু হবে ৫ জানুয়ারি ২০৩০ সালে এবং হিজরি ১৪৫২ সালের রমজান শুরু হবে ২৬ ডিসেম্বর ২০৩০ সালে। ফলে ২০৩০ সালে মুসলিমরা মোট ৩৬ দিন রমজানের রোজা রাখবে। ১৪৫১ হিজরি সম্পূর্ণ রমজান এবং ১৪৫২ হিজরির ছয়টি রোজা।
তথ্যসূত্র : আল-আরাবিয়া নিউজ
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।