মাগুরার শ্রীপুর উপজেলায় সজনে পাড়া কে কেন্দ্র করে দুই ভাইয়ের পরিবারের মধ্যে সংঘর্ষে মেম্বার সহ ৭ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ৯.০০ ঘটিকার দিকে শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়নের নলখোলা গ্রামে এই ঘটনা ঘটে।
এলাকা সূত্রে জানা যায়, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল সোনাউল্লাহ বিশ্বাস ও তাঁর চাচাতো ভাই রঞ্জু বিশ্বাসের মধ্যে।এ সংক্রান্ত বিরোধ সালিসের মাধ্যমে মিমাংসা করা হলেও কোন পক্ষই মেনে নেয়নি। ঘটনার দিন সকালে সজনি গাছের পাড়াকে কেন্দ্র করে দুই পরিবার সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে রঞ্জুসহ তাঁর পরিবারের চার সদস্য এবং সানাউল্লাহসহ তাঁর পরিবারের ২ সদস্য ও ওই ওয়ার্ডের ইউপি সদস্য আহত হয়েছেন।
রঞ্জুর পরিবারের আহত সদস্যরা হলেন রঞ্জু বিশ্বাস (৩৫), মঞ্জু বিশ্বাস (৩৭), রাজু বিশ্বাস (৩২) এবং বিথী বেগম (৫৫)। অপরদিকে সোনাউল্লাহ বিশ্বাস পরিবারের আহত সদস্যরা হলেন সোনাউল্লাহ বিশ্বাস (৬৮), তাঁর ছেলে আজিজার বিশ্বাস (৩৮)। এছাড়া দুগ্রুপের সংঘর্ষে মাঝে তোফায়েল আহম্মেদ (৩৫) নামে এক ইউপি সদস্য আহত হয়। আহত সবাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ইউপি সদস্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।
এঘটনায় দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সবুর বলেন, দুই পরিবারের এই বিরোধ দীর্ঘদিনের। বেশ কয়েকবার সালিসের মাধ্যমে বিষয়টি মিমাংসা করা হলেও কোন পরিবারই কারো কথা শোনে না।ফলে আজকে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, ঘটনার জানার সাথে সাথে পরবর্তি সহিংসতা প্রতিরোধে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোন পক্ষই অভিযোগ করেন নি।অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।