পবিত্র মাহে রমজান উপলক্ষে মাগুরা জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) মাগুরা জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে জেলা পুলিশ লাইন প্রাঙ্গণে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সাইফুজ্জামান শিখর।
মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে ও আমন্ত্রণে ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন মাগুরা জেলা ও দায়রা জজ মোঃ কামরুল হাসান, জেলা প্রশাসক ড. আশরাফুল আলম, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ আবদুল হাকিম বিশ্বাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আ ফ ম আবদুল ফাত্তাহ, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবু নাসির বাবলু, মাগুরা পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ খুরশিদ হায়দার টুটুল, বীর মুক্তিযোদ্ধা আবদুর রহমানসহ জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, শিক্ষক, সাংবাদিক,সূধীজন ও আইনজীবী নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক দলের নেতাকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।