আগামী ১ মে থেকে মালয়েশিয়ায় কর্মীদের বেতন বৃদ্ধি কার্যকরের ঘোষণা দেয়া হয়েছে। দেশটির নিয়োগকর্তা এবং শিল্প মালিকরা শ্রমিকদের ন্যূনতম মজুরি নীতিতে সম্মত হয়েছেন যা ১ মে থেকে কার্যকর হবে বলে জানিয়েছেন সে দেশের মানবসম্পদ মন্ত্রী দাতুক সেরি এম সারাভানান।
গতকাল শুক্রবার (১৫ এপ্রিল) সারাভানান দেশটির গণমাধ্যমে বেতন বৃদ্ধি কার্যকরের ঘোষণা দেন। তবে সরকারের এ ঘোষণার পরও কর্মীরা বাড়তি বেতন পাবেন কি না এ নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।
কারণ বেসরকারি সেক্টরের মালিক পক্ষের অনেকেই বেতন বৃদ্ধির ঘোষণা দেয়ার পরও তা মানতে চান না। তাছাড়া শ্রমিকরা প্রাপ্য মজুরি না পেলে বিভিন্ন জটিলতার কারণে মালিকের বিরুদ্ধে অভিযোগ করারও কোনো সুযোগ থাকে না।
অর্থনীতি ভালো না হলে ৫ লাখ ১৯ হাজার বিদেশী শ্রমিকের চাহিদা কিভাবে দেখা দিয়েছে? তিনি আরও বলেন, তৃণমূলে জনগণকে তাদের অর্থ ব্যয় করতে এবং একইসাথে দ্রুত অর্থনীতির উন্নতি করতে সক্ষম করার জন্য মজুরি বাড়ানো দরকার। দীর্ঘদিন ধরে বিষয়টি আলোচনায় থাকায় এখন সময় এসেছে এটি কার্যকর করার।
এক বিবৃতিতে সারাভানান বলেন, মন্ত্রণালয় কর্তৃক প্রাপ্ত ৫ লাখেরও বেশি বিদেশী শ্রমিকের প্রবেশের চাহিদা ছাড়াও তাদের কোম্পানি বা সংশ্লিষ্ট সেক্টরের বর্তমান উন্নয়নের ভিত্তিতে এটি করা হয়েছে। বৃক্ষরোপণ খাত অত্যন্ত ভাল করছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।