আগামী জুনে পদ্মা সেতু চলাচলের জন্য খুলে দেওয়া হবে— একথা আগেই জানিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সেতু নির্মাণের অনেক মালামাল আসতে বিলম্ব হওয়ায় ঘোষিত সময়ে সেতু উদ্বোধন শঙ্কায় পড়ে।
জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জানান, দেশের সবচেয়ে বড় এই মেগাপ্রকল্প উদ্বোধন চলতি বছর শেষ দিকে হতে পারে। তবে `শতভাগ সততার‘ সঙ্গে পদ্মাসেতুর নির্মাণ কাজ হচ্ছে, উল্লেখ করে ওবায়দুল কাদের আবার জানালেন, আগামী জুন মাসেই পদ্মা সেতুর উদ্বোধন হতে পারে।
আরো পড়ুন…‘সংসদে পদ্মাসেতু চালুর বিষয়ে জানালেন প্রধানমন্ত্রী’
শনিবার (১৬ এপ্রিল) ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত রমজান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এতিম, প্রতিবন্ধী, অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং রাজধানীর পল্লবী হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগ নেত্রী উমামা বেগম কনকের পরিবার ও ক্যান্সারে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে নগদ অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, ‘শতভাগ সততার সঙ্গে পদ্মাসেতুর কাজ করা হচ্ছে। কোনও বিদেশি ঋণ ছাড়াই পদ্মাসেতু নির্মাণ হচ্ছে।’
সম্প্রতি শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার তুলনার প্রসঙ্গ টেনে ওবায়দুল কাদের বলেন, ‘বর্তমান সরকারের আমলে বাংলাদেশ কখনও ঋণ খেলাপি হয়নি, হবেও না। অন্যদিকে অন্য সরকারের শাসনামলে বাংলাদেশ একাধিকবার ঋণ খেলাপি হয়েছিলেন।’
আরো পড়ুন…পদ্মাসেতু আমাদের আত্মনির্ভরশীলতা ও সক্ষমতার এক অনন্য উদাহরণ
‘গাধা যেমন জল ঘোলা করে পানি খায়, তেমনি বিএনপিও আগামী জাতীয় নির্বাচনে জল ঘোলা করে নির্বাচনে অংশগ্রহণ করবে’, বলেও আশা করেন ওবায়দুল কাদের।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘পৃথিবীর অন্যান্য গণতান্ত্রিক দেশের মতো বাংলাদেশেও যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি আরও বলেন, ‘নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে, সরকার নির্বাচন কমিশনকে শুধু সহযোগিতা করবে।’
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রুহুল, ও সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির। পরে এতিম, প্রতিবন্ধী ও বিভিন্ন অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ এবং নিহত কনকেের স্বজনদের মধ্যে আার্থিক সহযোগিতা প্রদান করেন নেতারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।