ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় প্রধান শিক্ষকগণের মাসিক সমন্বয় ও প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়ন শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
করোনাভাইরাসের কারণে সৃষ্ট শিক্ষা সংকট নিরসন, শিক্ষার গুণগত মান উন্নয়ন ও উপজেলার প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছ থেকে স্ব-স্ব বিদ্যালয়ের সমস্যা চিহ্নিত করে সমাধানের লক্ষ্যে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে শিক্ষকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল ) বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদের হলরুমে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আনার কলি নাজনীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য ফখরুল ইমাম।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.নূরুল হুদা খান,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদী,উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।