শেখ মোস্তফা কামাল, কেশবপুর যশোর প্রতিনিধিঃ যশোরের কেশবপুরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর নিজ হাতে গড়া দেশের সর্ববৃহৎ কৃষক সংগঠন বাংলাদেশ কৃষকলীগের গৌরবময় ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ
আরো পড়ুন: পঞ্চগড়ে হতাশ শসা কৃষকেরা
৫ বছর ধরে এক্সরে সেবা থেকে বঞ্চিত খানসামা উপজেলার রোগীরা
মঙ্গলবার (১৯ এপ্রিল) সকালে উপজেলা কৃষকলীগের আয়োজনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কেশবপুর উপজেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ নাহিদ হাসানের সভাপতিত্বে আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বাবু তপন কুমার ঘোষ মন্টু। কেশবপুর উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্তের সঞ্চালনায় অনান্যাদের মধ্যে আরো বক্তব্য রাখেন,
আরো পড়ুন: খুলনার পাইকগাছায় দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার
মঙ্গলকোর্ট ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মিঠু মল্লিক, গৌরিঘোনা ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, আওয়ামীলীগ নেতা আব্দুল হালিম, আঃ গফুর প্রমূখ। উল্লেখ্য,
১৯৭২ সালের ১৯ এপ্রিল দেশের অর্থনৈতিক মুক্তির কার্যক্রমে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে কিংবদন্তি আইনজীবী সিরাজুল ইসলাম খানকে বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠাকালে গঠনতন্ত্র প্রণয়ন কমিটির আহ্বায়ক ও কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি এবং কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাতকে সভাপতি হিসেবে নিযুক্ত করা হয়।
বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কৃষকলীগ ঘনিষ্ঠভাবে জড়িত এবং অন্যতম সহযোগী সংগঠন হিসাবে বর্তমানে দেশের কৃষকদের উন্নয়নের জন্য ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন কৃষক লীগের নেতা মোঃ আলমগীর হোসেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।