মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আঠারবাড়ি ইউনিয়নের দীর্ঘ ১৮ বছর পর ৩৩সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ নতুন কমিটি অনুমোদন করায় আনন্দ মিছিল করেছে আঠারবাড়ি ছাত্রদল। এ কমিটির অনুমোদন দেন উপজেলা ছাত্রদলের আহব্বায়ক ফরহাদ আহমেদ ও সদস্য সচিব হারুন অর রশিদ। মঙ্গলবার বিকেলে আনন্দ মিছিলটি উপজেলার আঠারবাড়ি মধ্য বাজার থেকে শুরু হয়ে তেলোয়ারী এলাকায় মিছিল শেষে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে নতুন কমিটির নেতৃবৃন্দের প্রতি অভিনন্দন জ্ঞাপন করেন। মিছিল ও সমাবেশের নেতৃত্ব দেন ঈশ্বরগঞ্জ উপজেলা ছাত্রদল আঠারবাড়ি ইউনিয়নের সভাপতি নুরুল হুদা।
এ সময় ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশে বক্তব্য রাখেন আঠারবাড়ি ছাত্রদলের সভাপতি নুরুল হুদা, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সাংগঠনিক সম্পাদক অবায়দুর রহমান রাকিব, দপ্তর সম্পাদক তন্ময় সরকার মুন্না প্রমুখ। মিছিল শেষে সমাবেশে আঠারবাড়ি ছাত্রদলের সভাপতি নুরুল হুদা বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারে ছাত্রদল আগামী দিনের যে কোন আন্দোলন সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা করেন তিনি।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, নতুন কমিটির নেতৃত্বে ছাত্রদল আরো এগিয়ে যাবে। নতুন কমিটির নেতৃত্বে অবৈধ সরকার পতনের আন্দোলন- সংগ্রামে শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আঠারবাড়ি ছাত্রদল রাজপথে থাকবে। আনন্দ মিছিল থেকে ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।