নজরুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চন্ডিপাশা ইউনিয়নে দক্ষিণ বাঁশাটি গ্রামে বুধবার ভোর পাঁচটার দিকে মোহাম্মদ বোরহান উদ্দিনের বাড়িতে আতশবাজি তৈরির সময়
বিস্ফোরণে ওই বাড়ির আব্দুল গণির স্ত্রী মোছা. আফিলা আক্তার (৪৫) এবং আবুল হোসেনের স্ত্রী নাসিমা আক্তার (৩০) মারা যান। স্থানীয় সূত্রে জানা যায়, বোরহান উদ্দিন সে নিজেই দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে আতশবাজি তৈরির সাথে জড়িত।
তবে ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য বজ্রপাতে মৃত্যু হয়েছে বলে প্রচার করছেন বোরহান উদ্দিন।
নান্দাইল মডেল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।