চলমান ওএমএস কার্যক্রমে অতিরিক্ত ভর্তুকি সংস্থানের জন্য এক লাখ টন চাল ও ২৫ হাজার টন গম বরাদ্দ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এই বরাদ্দ দিয়ে বুধবার (২০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় থেকে খাদ্য মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, চালের বাজারমূল্য স্থিতিশীল রাখা ও নিম্ন আয়ের মানুষকে সহায়তা প্রদানসহ খাদ্যশস্যের মূল্য ভোক্তাসাধারণের জন্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে ওএমএস কার্যক্রমে অতিরিক্ত ভর্তুকি সংস্থানের জন্য চলতি ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজেটে অর্থ বিভাগের বাজেটের অধীন ‘অপ্রত্যাশিত ব্যয়’ খাতে বরাদ্দকৃত অর্থ থেকে এক লাখ টন চাল ও ২৫ হাজার টন গম বাবদ ২৩৫ কোটি ১৭ লাখ টাকা খাদ্য মন্ত্রণালয়ের অনুকূলে বরাদ্দ প্রদান করা হলো।