নিউমার্কেটের ব্যবসায়ীরা সংবাদ সম্মেলন করে একপাক্ষিকভাবে শিক্ষার্থীদের দায় দিয়েছে এমন অভিযোগে আবারো সড়ক অবরোধ করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
বুধবার (২০ এপ্রিল) বিকেল ৪ টা ৫৫ মিনিটে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আবার সড়কে নেমে অবরোধ করেন, এর ফলে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, ব্যবসায়ীরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা না করেই সংবাদ সম্মেলন করে একতরফাভাবে শিক্ষার্থীদের দোষ দিয়েছে। তারা এ অবস্থায় দোকানপাট বন্ধ রাখার দাবি জানিয়েছে। শিক্ষার্থীদের উপর দায় চাপিয়ে দেওয়ার বিষয়টি প্রত্যাহারের দাবিও জানান তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।