জামালপুরে মেসার্স সরকার ইলেকট্রনিক্স এন্ড শপিং সেন্টার শুভ উদ্বোধন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার জামালপুর জেলার মেলান্দহের বেলতৈল বাজারে ভিশন এর শো-রুম মেসার্স সরকার ইলেকট্রনিক্স এন্ড শপিং সেন্টারটি শুভ উদ্বোধন উদ্বোধনকে কেন্দ্র করে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের স্বত্ত্বাধিকারী মোঃ মাসুদুর রহমান মাসুদ।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলতৈল বাজার জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ মুবাশ্বির হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
মোঃ রেজানুর ইসলাম, জোন্যাল ম্যানেজার (ভিশন আরএসি) টাঙ্গাইল, আরএফএল ইলেকট্রনিক্স লিমিটেড,
মেলান্দহের ৭নং চরবানী পাকুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হাসান।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, বেলতৈল বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নূরুল আমীন।
পরে উপস্থিতির মাঝে মানসম্মত ও বৈচিত্রপূর্ণ বিভিন্ন ইফতার সামগ্রী পরিবেশন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।