খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনির তালতলা নাছিরপুর খাল খনন কার্যক্রমের শুভ উদ্ভোধন করেছেন খুলনা-৬ সংসদ আলহাজ্জ্ব মো: আক্তারুজ্জামান বাবু।
মৎস্য অধিদপ্তরের সাসটেইনেবল কস্টাল এ- মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার সালতা নদীর নাছিরপুর তালতলা সুইচ গেট থেকে কপোতাক্ষ পর্যন্ত ৯ কি:মি:খাল খনন প্রকল্পের উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজন করেন, উপজেলা মৎস্য অধিদপ্তর পাইকগাছা।
জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব কুমার পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক সরোজ কুমার মিস্ত্রী, পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: আনোয়ার ইকবাল মন্টু, কপিলমুনি কলেজ অধ্যক্ষ মো: হাবিবুল্লাহ বাহার, কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক কবির আহম্মেদ, কে.আর.আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ আব্দুর রহমান,কপিলমুনি ইউপি চেয়ারম্যান মো: কওছার আলী জোয়াদ্দার,উপজেলা আ’লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাসের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন লতা ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কপিলমুনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা আ: রাজ্জাক রাজু,আ’লীগ নেতা যুগোল কিশোর দে, ইকবাল হোসেন খোকন, আজিজুল হাকিম,আ.লীগ নেতা আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, সহ অন্যান্য নেতা কর্মিগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন,প্রকল্পটি বাস্তবায়ন হলে বিস্তীর্ণ অঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি ও কৃষি ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখবে। এসময় তিনি খননকাজে সকলের সহযোগীতা কামনা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।