শহীদ পার্থ প্রতিম আচার্য্যের মৃত্যুবার্ষিকীতে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে ছাত্রলীগ। শনিবার (২৩ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যসেন হল ক্যাফেটেরিয়া সংলগ্ন শহীদ পার্থ প্রতিম আচার্য্য স্মৃতি ফলকে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
এ সময় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও হল ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালের ২৩ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সন্ত্রাসবিরোধী একটি বিক্ষোভ মিছিল নিয়ে সার্জেন্ট জহুরুল হক হলের দিকে যাওয়ার সময় ছাত্রদলের গুলিবর্ষণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে নিহত হন বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় নেতা পার্থ প্রতিম আচার্য্য। মানিকগঞ্জের সন্তান পার্থ প্রতিম আচার্য্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র ছিলেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।