বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানির গত বছরে মুক্তি পাওয়া ‘শেরশাহ’ সিনেমাটি ব্যাপক সফলতা অর্জন করে। সেই ধারাবাহিকতায় কাজ করছেন বলে জানান এই অভিনেত্রী। সম্প্রতি প্রকাশিত হয়েছে ভুল ভুলাইয়া টু সিনেমায় কিয়ারা আদভানির প্রথম লুক।
যেখানে ভিন্ন এক কিয়ারার দেখা পেয়েছেন তার ভক্তরা। মোশন পোস্টারে মাথায় হাত দিয়ে রাখা একজন ভীত কিয়ারা আদভানিকে দেখানো হয়েছে। কিয়ারা পোস্টারটি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করে ক্যাপশন লিখেছেন ‘রিতের সঙ্গে দেখা করো।
সে ততটা মিষ্টি মেয়ে নয়। বোকা থেকো না।’ সিনেমাটিতে কিয়ারার সঙ্গে স্ক্রিন শেয়ার করছেন কার্তিক আরিয়ান। তিনি কিয়ারা আদভানির মোশন পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘ভুল ভুলাইয়া দুনিয়ায় আপনাকে স্বাগতম।’ নিজের এমন প্রশংসায় প্রতিক্রিয়া জানাতে গিয়ে কিয়ারা বলেন,
‘শুরু থেকেই ভিন্ন আমিকে উপস্হাপনের চেষ্টা করছি। এই সিনেমাটি দেখেও সবাই চমকে যাবেন। দর্শকদের এমন প্রশংসায় কাজের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। এভাবেই পাশে থাকুন। ভালোবাসা।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।