আব্দুস সোবহান | নড়াইল: আজ ৮ই মার্চ -২০২১ খ্রি. আন্তর্জাতিক নারী দিবসে নড়াইল পুলিশ লাইনে ব্যতিক্রমী আয়োজন।
এ উপলক্ষ্যে আজ দুপুরে পুলিশ লাইন্স মিলনায়তনে নড়াইল জেলায় কর্মরত নারী পুলিশ সদস্যদের ফুলের শুভেচ্ছা, কর্মক্ষেত্রে অনুভূতি প্রকাশ, আলোচনা সভা ও খাবার বিতরণ করা হয়।
পুলিশ সুপার প্রবীর কুমার রায়ের পিপিএম-(বার) সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল ইসলাম, নড়াইলের প্রথম নারী পুলিশ কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার তানজিলা সিদ্দিকা, নড়াইল জেলায় কর্মরত খুলনা বিভাগের প্রথম নারী ওসি (নড়াগাতী থানা) রোকসানা খাতুন এবং প্রথম নারী মেয়র ( নড়াইল পৌরসভা) আঞ্জুমান আরা, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রওশন আরা কবির লিলি, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা, নড়াইল পৌরসভার কাউন্সিলর ইপি রানীসহ নারী পুলিশ সদস্যরা।
অনুষ্ঠানে নারী পুলিশ কর্মকর্তাসহ জনপ্রতিনিধিরা বলেন, কর্মক্ষেত্রে নারীরা এখন আর পিছিয়ে নেই। পুরুষের পাশাপাশি রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নারীরা অগ্রণী ভূমিকা পালন করছেন। নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াতকে অনুসরণ করে এগিয়ে যাচ্ছেন তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।