‘বেচতে জানলে টাকাও বেচা যায়’ সোস্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই সংলাপটি বেঙ্গল মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত আরটিভি প্লাসের ওয়েব ফিল্ম ‘মানি মেশিন’ এর।
সৈয়দ আশিক রহমানের প্রযোজনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজের গল্প ও পরিচালনায় ‘মানি মেশিন’ সিনেমাটির শুটিং শেষ হয় গত বছরের শেষদিকে। চিত্রনাট্য লিখেছেন মারুফ রহমান। এতে অভিনয় করেছেন তাহসান খান, তানজিন তিশা, শতাব্দী ওয়াদুদ, মুনিরা আক্তার মিঠু, ফজলুল বাশার, মিলি বাশার প্রমুখ।
সিনেমাটি মুক্তির আগেই এটি নিয়ে আশাবাদ তৈরি হয়েছে সংশ্লিষ্টদের মধ্যে। এতে অভিনয় প্রসঙ্গে তানজিন তিশা বলেন, অনেক আগে এটির কাজ করলেও এটি সম্পর্কে আমার ইতিবাচক অভিজ্ঞতা রয়েছে। সিনেমাটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।