শেখ খায়রুল ইসলাম পাইকগাছা খুলনা প্রতিনিধি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে মুজিব শতবর্ষ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর প্রদান করছেন। মুজিব বর্ষে ঈদ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘র সেরা উপহার হিসেবে জমি সহ নান্দনিক ডিজাইনের ঘর পাচ্ছেন পাইকগাছা উপজেলার ৩৬ গৃহ ও ভূমিহীন পরিবার। মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর সারাদেশের ন্যায় পাইকগাছা উপজেলায় গৃহহীনদের মাঝে হস্তান্তর করা হয়।মঙ্গলবার সকালে পাইকগাছা উপজেলা পরিষদ মিলনায়তনে ৩৬টি পরিবারের মাঝে দলিল ও ঘরের চাবি তুলে দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু।উপজেলা সহকারী কমিশনার ভূমি মো: শাহারিয়ার হকের সার্বিক পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দীন ফিরোজ বুলু , অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোয়ারদার, শেখ জিয়াদুল ইসলাম জিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহা, মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী হাফিজুর রহমান খান, উপজেলা ইন্সট্রাক্টর ঈমান উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, ও সুফল ভোগীরা । অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ গদাইপুর মৌজায় অবস্থিত ৩২টি ও চাঁদখালী ইউনিয়নে ৪টি প্রকল্পের সুফলভুগী গৃহহীনদের মাঝে দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।