তৈয়বুর রহমান কিশোর, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ৯৯৯এ ফোন দিয়ে ফরিদপুরের বোয়ালমারীতে খাদ্য সহায়তা পেলেন অসহায় দরিদ্র পরিবার। বুধবার (২৭-০৪-২২) বিকেলে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম দরিদ্রদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন।
জানা যায়, উপজেলার দশটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৫০টি অসহায় ও দরিদ্র পরিবার বিভিন্ন সময় খাদ্য সহায়তা চেয়ে ৯৯৯এ ফোন দেন। এরই প্রেক্ষিতে বোয়ালমারী উপজেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহায়তায় বুধবার বিকেলে অসহায়,
গরীব ও দরিদ্র পরিবার গুলোর মধ্যে চার কেজি চাউল, দুই কেজি আটা, এক কেজি ডাউল, এক কেজি পেয়াজ, এক কেজি আলু ও এক লিটার তৈল হাতে তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল করিম।
এ সময় উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অফিস সহকারী মো. আবুল কালাম আজাদ।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।