মোঃ ইসহাক, ঈশ্বরগঞ্জ(ময়মনসিংহ)প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান এ.একে.এম. ফরিদুল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের মিয়া,
কৃষি কর্মকর্তা সাধন কুমার, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সানোয়ার রাসেল, প্রাণী সম্পদ কর্মকর্তা আবু সাদাত মোহাম্মদ সায়েমসহ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগণ।
সভায় বক্তারা সুন্দরভাবে ঈদ উদযাপনের বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেন। পৌরসদর এবং উপজেলার বিভিন্ন বাজারে যানজট নিরসনের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়। বাজার নিয়ন্ত্রণ করা,দাম যাতে না বাড়ে সেদিকে খেয়াল করতে বিশেষ জোর দেওয়া হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।