জিএম টিপু সুলতান, মনিরামপুর, যশোরঃ- এলজিআরডি মন্ত্রণালয়ের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি মহাদয় উপজেলার গরীব অসহায় ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলের চেক বিতরণ করেন।
শনিবার উপজেলা ডাকবাংলা হলরুমে তিনি এ চেক বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ জাকির হাসান, উপজেলা আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগের আহ্বায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু যুবলীগের যুগ্ন আহবায়ক আশরাফুজ্জামান রিপন উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের সভাপতি ও পৌর যুবলীগের সভাপতি এস এম লুৎফর রহমান সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি প্রমূখ। এ সময় উপজেলার ১৫ জন দুঃস্থ নারী-পুরুষের মাঝে ৭ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।