পবিত্র মাহে রমজান উপলক্ষে জামালপুর জেলা শহরের অন্যতম ঐতিহ্যবাহী বিদ্যালয় কলিমুল্লাহ স্কুলের প্রাক্তন শিক্ষার্থী পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ৩০ এপ্রিল জামালপুর শহরের দড়িপাড়াস্থ কলিমুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে দোয়া ও ইফতার মাহফিলপূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কলিমুল্লাহ স্কুল প্রাক্তন শিক্ষার্থী পরিষদের সভাপতি জাকির ইমতিয়াজ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলিমুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরীন আক্তার।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রধান উপদেষ্টা এম.এইচ. মজনু মোল্লা, সিনিয়র সহ-সভাপতি সহযোগী অধ্যাপক মনোয়ার হুসেন মুরাদ, সাধারণ সম্পাদক রমজানা ইয়াসমিন মিনা, সাংগঠনিক সম্পাদক ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাহবুবুল আলম তোতা, মহিলা বিষয়ক সম্পাদিকা ইসমত জাকিয়া নার্গিস।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, মোঃ মাসরুজ্জামান আকন্দ মিমন।
আরো উপস্থিত ছিলেন, মামুন রায়হান মামুন, মোহাম্মদ সাখাওয়াত হোসেন সোহাগ,শামীউল হাসান শামীম, আরিফুর রহমান বাদশা, সেলিম খান, বিলকিস আক্তার, সীমা মল্লিক, শাহীনা আক্তার বীণা, ইসমত আরা, আকিজ মিয়া, দুখু মিয়া প্রমুখ।
এদিকে ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন, সংগঠনের অন্যতম নেতা আলহাজ্ব মোঃ রকিবুল হোসেন সেলিম।
পরে উপস্থিতির মাঝে মানসম্মত ও বৈচিত্রপূর্ণ বিভিন্ন ইফতার সামগ্রী পরিবেশন করা হয়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।