ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
কুষ্টিয়ার ঝাউদিয়া ইউনিয়নের আস্তানগর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ওসি মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।সংঘর্ষে নিহতরা হলেন কাশেম, রহিম। তাদের বয়স ৫০ বছর। অন্য দুজন লাল্টু ও মতিয়ার। তাদের বয়স যথাক্রমে ৩০ ও ৪০ বছর।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের কিছুক্ষণ আগে দেশীয় অস্ত্র নিয়ে কেরামত ও ফজলু গ্রুপের লোকজন সংঘর্ষে লিপ্ত হন। এ সময় আহতদের হাসপাতালে পাঠানো হলে পথেই চারজনের মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক কর্মকর্তা (আরএমও) আশরাফুল আলম বলেন, ‘চারজনের মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে।’
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।