বারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়কত্ব নিয়ে চলছে তুমুল আলোচনা। নেতৃত্বের চাপে রবীন্দ্র জাদেজা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ায় শেষ পর্যন্ত কিংবদন্তী খেলোয়াড় মহেন্দ্র সিং ধোনির কাছেই এসে পড়ে দলটির দায়িত্ব।
এমনটায় মনে করেন ভারতকে বিশ্বকাপ জেতানো ধোনি। হায়দরাবাদের বিপক্ষে জয়ের পর ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে জাদেজার অধিনায়কত্ব ছাড়া নিয়ে এসব বলেন তিনি। আইপিএল ইতিহাসের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস।
এখন পর্যন্ত আইপিএল শিরোপা ঘরে তুলেছে ৪ বার। সবচেয়ে বেশি রানার্সআপ ট্রফির রেকর্ডাটাও তাদের দখলে। আইপিএলে ম্যাচজয়ের শতকরা হারেও সবার ওপরে ধোনির দল। মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে আইপিএলে ভয়ংকর দল চেন্নাই।
তবে চলতি আইপিএল শুরুর দু’দিন আগে দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান ধোনি। অধিনায়কত্বের ভার তুলে দেন রবীন্দ্র জাদেজার কাঁধে। সেখান থেকেই শুরু হয় বিপত্তি। জাদেজার অধীনে ৮ ম্যাচে মাত্র ২টি জয় পায় তারা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।