বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি- বিরামপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে ঈদের ২য় দিনেও উপজেলায় সড়ক দুর্ঘটনা রোধে ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা ৫২টি মামলায় ৬১ হাজার ৮ শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

মঙ্গলবার ও বুধবার বিকেলে পৌর শহরের ঢাকামোড়ে ২০১৮ সড়ক পরিবহন আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, গতকাল ও আজ বিরামপুর শহরে সড়ক দূর্ঘটনা রোধে ও জননিরাপত্তা নিশ্চিতে চেকপোস্ট বসানো হয়। এসময় নিয়ম না মেনে দ্রুত গতিতে মোটর সাইকেল চালানো যুবকদের সতর্ক করা হয় ও জরিমানা আদায় করা হয়।

জানতে চাইলে, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, সড়ক দুর্ঘটনা রোধে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঈদের দিন ও ঈদের ২য় দিন মোবাইল কোর্ট পরিচালনা করে ৫২টি মামলায় ৬১ হাজার ৮ শত ৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অপর দিকে মাদকের মামলায় ১জন কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি আরো বলেন, শুধু শাস্তি দিয়ে সমস্যা নির্মুল করা সম্ভব নয়, দরকার সকলের সচেতনতা।