ঈদের ছুটি শেষে এবার নদীবন্দরে শুরু হয়েছে কর্মস্থলে ফেরার যুদ্ধ। বুধবার (৪ মে) সন্ধ‌্যার পর থেকে যাত্রীরা ল‌ঞ্চে আসতে শুরু করলেও বৃহস্প‌তিবার সন্ধ‌্যা থেকেই ভিড় ছিলো বন্দরে। সকালে অ্যাডভেঞ্চার-৬ লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এরপর দুপুরে গ্রিন লাইন-৩ ও রাজারহাট-সি লঞ্চ কর্মস্থলমুখী মানুষদের নিয়ে রওনা হয়। সন্ধ‌্যায় দেখা যায়, ৯টি লঞ্চ নোঙর করা রয়েছে; রাতে ব‌রিশাল নদী বন্দ‌র থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার জন‌্য।

প্রতি‌টি লঞ্চেই যাত্রী ছিলো ভরপুর। ঈদের ছু‌টি শেষ হওয়ার আগেই রাজধানীতে ফিরছেন এসব মানুষ। পারাবত ১০, পারাবত ১২, সুন্দরবন ১১, কুয়াকাটা ২, কীর্তণখোলা ১০, সুরভী ৭, অ‌্যাডভেঞ্চার ১, প্রিন্স আওলাদ ১০ ও মানামী লঞ্চ ঘুরে তৃতীয় শ্রেণী‌ অর্থাৎ ডেকে ভ‌র্তি যাত্রী দেখা গেছে।

এছাড়া দিবা সার্ভিসে তিনটি ও বিআইডব্লিউটিসির একটি জাহাজ বরিশাল থেকে যাত্রীদের নিয়ে ঢাকার উদ্দেশে যথা সময়ে চলাচল করেছে। ঈদের ছুটি শেষ হওয়ায় প্রতিটি লঞ্চেই যাত্রীর চাপ অনেকটা বেশি ছিল বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তারা।