চিপ সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন ইনটেল প্রধান প্যাট গেলসিঙ্গা। তিনি বলেন, ২০২৩ সাল পর্যন্ত থাকবে বলে আগেই ধারণা করেছিলাম আমরা।
এখন আমরা ঘাটতির প্রভাব এখন যন্ত্রাংশের ওপর পড়ছে এবং কিছু কারখানা চ্যালেঞ্জের মুখে পড়বে। তিনি আরও জানান, চিপ সংকটের বিষয়টি ক্রমাগত পরিবর্তিত হচ্ছে।
সকল ধরনের চিপের ওপর সমান প্রভাব পড়ছে- এমনটাও নয়। নির্দিষ্ট কিছু শিল্প ও যন্ত্রাংশ উৎপাদন খাতে এই ঘাটতির প্রভাব বেশি। এর আগে, মার্কিন এক টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে প্যাট গেলসিঙ্গা বলেছিলেন,
আগামী বছরের প্রতি প্রান্তিকে চিপ সংকটের বিষয়ে ক্রমান্বয়ে অবস্থার উন্নতি হতে থাকবে। কিন্তু অন্তত ২০২৩ সালের আগে চাহিদা ও সরবরাহের সামঞ্জস্য পাচ্ছি না আমরা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।