অনলাইন ডেস্ক:
খাগড়াছড়ির রামগড়ে স্থানীয় এক ইউপি সদস্যের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার পাতাছড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মহিউদ্দিনকে আসামি করে রামগড় থানায় মামলা করেছেন ভুক্তভোগী গৃহবধূর পিতা।
ধর্ষিতার পিতা জানান, মাদকাসক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সহযোগিতায় দিনের পর দিন তার মেয়েকে ধর্ষণ করে গেছেন পাতাছড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন। মহিউদ্দিনের শারীরিক নির্যাতন সহ্য করতে না পেরে তার মেয়ে গত বৃহস্পতিবার (৪ মার্চ) নানির বাড়িতে চলে গেলে বিষয়টি জানাজানি হয়। পরে ইউপি সদস্য মহিউদ্দিন ও ভুক্তভোগীর স্বামীসহ শ্বশুরবাড়ির স্বজনদের বিরুদ্ধে থানায় মামলা করেন। মামলার জন্য থানা পুলিশের সহযোগিতা নিলে ইউপি সদস্য মহিউদ্দিন ও মেয়ের স্বামীসহ শ্বশুরবাড়ির স্বজনরা বিভিন্নভাবে হুমকি দিচ্ছে বলে তিনি জানান।
তবে অভিযুক্ত ইউপি সদস্য মহিউদ্দিন বলেন, প্রতিপক্ষ গ্রুপ আমাকে আগামী নির্বাচন থেকে দূরে রাখতেই মিথ্যা ষড়যন্ত্র করছে। আমি এ ধরনের ঘটনার সঙ্গে জড়িত না।
রামগড় থানার ওসি (তদন্ত) মনির হোসেন জানান, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা ইস্যু করা হয়েছে। মামলা নম্বর ০১, তারিখ : ০৯-০৩-২০২১। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়িতে পাঠানো হয়েছে। পুলিশের তদন্ত চলছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।