লালমনিরহাটে বিএনপির চেয়ারপার্সন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ মে) লালমনিরহাট জেলা লালমনিরহাট সদর উপজেলার কুুলাঘাট উচ্চ বিদ্যালয় মাঠে বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে বিএনপির এই দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুলাঘাট ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ রেজাউল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। উদ্বোধক হিসেবে ছিলেন, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির আহবায়ক জনাব একেএম মমিনুল হক।
বিশেষ অতিথি ছিলেন, লালমনিরহাট সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব এবিএম ফারুক সিদ্দিকী, সদর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জনাব সাহেদুল হক পাটোয়ারী সাজু, সদর উপজেলার সদস্য সচিব জনাব শিবেন্দ্রনাথ রায় কার্জী শিবু, কুলাঘাট ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও কুলাঘাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ ইদ্রিস আলী, বড়বাড়ি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হবি।
আরো উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, ইউনিয়নের সকল বিএনপির নেতাকর্মী।
এ সময় বক্তারা বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে সরকারের পতন না হওয়া পর্যন্ত দফায় দফায় আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।