৮০ বৎসর বয়সের বৃদ্ধা মাতা ফুলমতি। বাড়ি নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে। ছেলের বউ ও ছেলের অমানুষিক নির্যাতনের স্বীকার ৬ মার্চ ছুটে আসেন নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায় (পিপিএম বার) নিকট। কান্না জড়িত কন্ঠে পুত্র ও পুত্র বধুর নির্মম নির্যাতনের কথা খুলে বলেন তিনি। পুলিশ সুপার তাৎক্ষণিক সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস হোসেন কে। ৮০ বছরের বৃদ্ধা মাতাকে তার বাড়িতে রেখে আসার নির্দেশ প্রদান করেন। অফিসার ইনচার্জ তাৎক্ষণিক মহিলা পুলিশ সঙ্গে দিয়া গাড়িতে তার বাড়িতে পৌছাইয়া দেন এবং নিয়মিত তার খোঁজ খবর রাখেন। বৃদ্ধা মাতা কেমন আছে দেখার (১০ মার্চ) দুপুরে ছুটে যান পুলিশ সুপার নিজেই। বাড়িতে গিয়ে বৃদ্ধা মায়ের নিকট জান্তে চান কেমন আছেন তিনি।সকল বিষয় খোঁজ খবর নেন। বৃদ্ধা মাকে আশ্বস্ত করেন এর পরেও যদি আপনার ছেলের বউ ও ছেলে কোন রকম অমানুষিক নির্যাতনা করে। আপনি তাৎক্ষণিক আমার কাছে যাবেন। আমি সর্বদা আপনার পাশে আছি। সকল বিষয়ে খোঁজ-খবর নেওয়ার পর পুলিশ সুপার বৃদ্ধা মাকে কিছু ফল দেয়। পুলিশ সুপারের হাতের ফল পেয়ে বৃদ্ধা মা খুশিতে আত্মহারা হন।পুলিশ সুপারের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন। বৃদ্ধ মা বলেন তুমি সব সময় অসহায় মানুষদের পাশে থাকবে আল্লাহ তোমাকে ভালো রাখবে। পুলিশ সুপারের এহেন মহানুভবতা দেখে বিরল দৃষ্টান্ত স্থাপন হয়েছে। সচেতন মহলের মানুষেরা পুলিশ সুপারের এহেন কাজের সাধুবাদ জানিয়েছেন।