ঈদ পরবর্তী সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (০৮ মে) চাঙ্গাভাবে লেনদেন হয়েছে দেশের পুঁজিবাজারে। এদিন বিদ্যুৎ ও জ্বালানি, বিমা, বস্ত্র এবং ওষুধ ও রসায়ন খাতের শেয়ারের দাম বৃদ্ধিকে কেন্দ্র করে উভয় বাজারে সূচক, লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে।

এর মধ্যে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক বেড়েছে ২৬ পয়েন্ট। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক বেড়েছে ১০৫ পয়েন্ট।

ডিএসইর তথ্য মতে, রোববার বাজারটিতে ৩৮০টি প্রতিষ্ঠানের মাত্র ২৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৮৯০টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ২১৬টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১১২টির, আর অপরিবর্তিত রয়েছে ৫২টির।

অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় এদিন ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে ২৬ দশমিক ২৫ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৬৬৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএক্স আগের দিনের চেয়ে বেড়েছে ৩ পয়েন্ট। তবে ডিএস-৩০ সূচক কমেছে ৪ দশমিক ৩১ পয়েন্ট।