ক্রমেই শক্তিশালী হওয়া ঘূর্ণিঝড় ‘আসানি’ আগামী ১২ ঘণ্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করা ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে।

ভারতের দক্ষিণ-পূর্ব উপকূলের দিকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়টির কারণে ভারতের অন্ধ্রপ্রদেশ, ওড়িশা ও পশ্চিমবঙ্গে সতর্কতামূলক ব্যবস্থা নেয়া হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১০ মে) ‘আসানি’ বিশাখাপত্তমে আছড়ে পড়তে পারে।

তবে বাংলাদেশে ঘূর্ণিঝড়টির আঘাত হানার আশঙ্কা এখন পর্যন্ত নেই বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি রাখার নির্দেশ দেয়া হয়েছে। ‘আসানি’ আশঙ্কায় নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।

২৯ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছে উপকূলীয় অঞ্চলে। ইতোমধ্যে উপকূলবর্তী এলাকাগুলোয় মাইকে প্রচারণা চালানো হয়েছে। ঘূর্ণিঝড়টির কারণে বাংলাদেশে সব সমুদ্রবন্দরকে ২ নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

মঙ্গলবার ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে এটি আঘাতের আশঙ্কা থাকলেও এর দিক পরিবর্তন হতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।