জেলা প্রতিনিধি নওগাঁঃ

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান ও সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (বিএনবিসি) ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমুল্যায়ন করার প্রতিবাদে ও অসাম্যঞ্জস্যতা সংশোধনের দাবিতে নওগাঁয় মানববন্ধন করেছে আইইডিবির নওগাঁ জেলা শাখার সদস্যরা।

আজ বুধবার বেলা ১২টায় শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে এই মানবন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি একেএম নাজমুল আলম, সাধারন সম্পাদক ফেরাউল ইসলাম, যুগ্না সম্পাদক মোনায়েম হোসেন, কোষাধক্ষ নিজামুলহক সহ প্রমুখ।

এসময় বক্তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধান ও সদ্য প্রকাশিত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবমুল্যায়ন করার প্রতিবাদ ও অসাম্যঞ্জস্যতা সংশোধনের দাবী জানান। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন।