লিগ ওয়ানের শিরোপা আগে নিশ্চিত করেছে ফ্রান্সের তারকাবহুল ক্লাব পিএসজি। আর তাই বাকি ম্যাচগুলো কেবল আনুষ্ঠানিকতা। রোববার (৮ মে) রাতে লিগের ১৫ নাম্বার দল ত্রোয়েসের সঙ্গে দুই গোলে এগিয়ে থেকেও জয় বঞ্চিত হয়েছে এমবাপ্পে-মেসি-নেইমাররা।

ঘরের মাঠে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচের শুরুতেই মেসি-নেইমার-এমবাপ্পে-মারিয়াকে নিয়ে সাজানো আক্রমণ ভাগ দিয়ে ত্রোয়েসের উপর ঝড় তুলে পিএসজি।

২৫ মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলটি। ছয় মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মারকুইনহোস এবং ২৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নেইমার।

পাঁচ মিনিট পরই উগবো এক গোল শোধ করে ম্যাচে ত্রোয়েসকে ম্যাচে ফেরান। প্রথমার্ধে আর ব্যবধান বাড়াতে পারেনি পিএসজি। এরপর মেসির পাসে নেইমার বল জালে জড়ালেও অফসাইডের কারণে গোল হয়নি। ৪৯ মিনিটে পেনাল্টি পায় ত্রোয়েস।

স্পট কিকে গোল করেন তারদিউ। দারুণভাবে ম্যাচে ফিরে আসে ত্রোয়েস। শেষ দিকে ত্রোয়েসের রক্ষণভাগে আক্রমণের পসরা সাজিয়েও গোল পায়নি পিএসজি। ফলে টানা তিন ম্যাচ ড্র করলো ফরাসি এই জায়ান্ট ক্লাব।