প্রবীর সরকার আপেল, মিঠাপুকুর: রংপুরের মিঠাপুকুরে দেশবরেণ্য প্রয়াত পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
সোমবার (৯ মে) আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশিষ্ট পরমানু বিজ্ঞানী প্রয়াত ড.এম এ ওয়াজেদ মিয়ার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে, ড. ওয়াজেদ মিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় মিঠাপুকুর মডেল মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ড. ওয়াজেদ মিয়া ফাউন্ডেশন মিঠাপুকুর উপজেলা শাখার আহ্বায়ক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার সাদাত লিমন।
এছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রায় একশত লোকের উপস্থিতিতে মিঠাপুকুর মডেল মসজিদের ইমাম মুফতী আখিরুজ্জামান আজাদী দোয়া মোনাজাত পরিচালনা করেন।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।