পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী এবং তার পরিবারের উপর দেশীয় অস্ত্র দ্বারা হামলা করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মে) সকালে ওই শিক্ষার্থীর বাড়িতে এ হামলা চালানো হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শিক্ষার্থীর নাম লোকমান হেকিম। তিনি বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ছাত্র। তার বাড়ি দিনাজপুরের খানসামা উপজেলার জমিদার নগরে। তার মাথায়, বুকে এবং পিঠে গুরুতর জখম হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল নয়টার দিকে লোকমানের বাড়িতে এসে তার মা এবং ছোট ভাইসহ তার উপর অতর্কিত হামলা চালায় আনাস নামের এক শিক্ষার্থী এবং তার পরিবারের লোকজন। দা, শাবল এবং ছুরি দিয়ে আঘাত করে লোকমান এবং তার পরিবারের সদস্যদের। পাশের বাড়ির অভিযুক্ত আনাস একই বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।

লোকমান হেকিম বলেন, সকালে ঘুম থেকে উঠে আমি বাড়ির আঙ্গিনায় হাঁটাহাঁটি করছিলাম। তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র আনাস, তার ভাই জাহেদ, মা শিল্পী, বাবা লুৎফর রহমান আমার উপর অতর্কিত হামলা চালায়। তখন আমি দৌড়ে বাড়িতে চলে আসি। তারা এরপর বাড়ির ভেতরে এসে আমার মাথায় ছয়টি কোপ দেয়। বুকে এবং পিঠেও কোপ দেয়। ছোট ভাইয়ের মাথায় দুইটি কোপ দেয়। মা গুরুতর আঘাত পায়। তারা পূর্ব শত্রুতার জেরে এ আক্রমণ করে। আমি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়লে, অভিযুক্তরা পালিয়ে যায়।

আহত লোকমানের বড় ভাই সাজেদুল ইসলাম স্বাধীন বলেন, এলাকার এমন কোন মানুষ নেই, যাদের সাথে ওরা ঝগড়া করে না। গ্রামের সবার সাথে ঐ পরিবারের ঝামেলা লেগে থাকে। মামলা করা হয়েছে কিনা প্রশ্ন করলে, আহত লোকমানের বড় ভাই জানান, দ্রুতই আমরা মামলা করবো।

এ বিষয়ে দিনাজপুর খানসামা উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ না পাওয়া পর্যন্ত আমরা কিছু করতে পারবো না। ভুক্তভোগীর বড় ভাইয়ের সাথে কথা হয়েছে। তাকে থানায় এসে লিখিত অভিযোগ করার পরামর্শ দিয়েছি।