নড়াইল জেলা লোহাগড়া উপজেলার ৩ নং শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের কারীর মোড় থেকে দক্ষিনে হাজীপাড়া যেতে, কিছুদিন আগে রাস্তার কাজ শেষ হয়েছে।
গ্রামের ভিতরের রাস্তাগুলোতে মাটিকাটা ভেকু ও মাটি টানা ট্রাক ঢুকে রাস্তাগুলো ব্যবহারের অনুপযোগী করে তুলছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় কিছুদিন আগে কাজ শেষ হওয়া রাস্তাগুলো সাইট দিয়ে ভেঙ্গে যাচ্ছে।
এলাকাবাসী সূত্রে আরো জানা যায় অবৈধ ভাবে মাটি ও বালি বহনকারী ট্রাক চলাচলের কারণে গ্রামের প্রত্যেকটি রাস্তা এরকম ভাঙ্গার উপক্রম হয়েছে।
এবং বেশ কিছু রাস্তা ভেঙ্গে গিয়েছে। প্রশাসন যদি এখনই ব্যবস্থা না নেয় তাহলে এ সমস্ত রাস্তা কিছুদিনের মধ্যেই চলাচলের অনুপযোগী হয়ে পড়বে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি গ্রামীণ রাস্তাগুলো রক্ষা করার, জোর ব্যবস্থা নেয়ার জন্য।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।