পরিচালক সঞ্জয় সমাদ্দার মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিমকে নিয়ে নির্মাণ করলেন নতুন নাটক ‘মনের মানুষ’। ফয়সাল আজাদ প্রযোজিত নাটকটি আসছে ঈদে স্বদেশ এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রচার হবে।
মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিমের নাটকের আলাদা কদর ছিল দর্শকদের কাছে। এই জুটির প্রতিটি নাটক প্রশংসা কুড়িয়েছে। কিন্তু দীর্ঘদিন ধরে তাদের কাজ করা হচ্ছে না।
প্রায় আট বছর পর আবারও জুটি বেঁধে দর্শকদের সামনে হাজির হচ্ছেন মোশাররফ করিম ও বিদ্যা সিনহা মিম। তাও ঈদের নাটকে।
একজন প্রবাসী ও তার স্ত্রীকে নিয়ে আবর্তিত হয়েছে নাটকের গল্প। এতে প্রবাসীর চরিত্রে মোশাররফ করিম ও তার স্ত্রী চরিত্রে মিম অভিনয় করেছেন।
পরিচালক বলেন, ‘মিমের সবচেয়ে বড় গুণ, তিনি সময় মেইনটেইন করেন। ভালো কাজ করার জন্য মিমের ইচ্ছা আর চেষ্টা আমাকে মুগ্ধ করেছে।’ এর আগে মোশাররফ করিমণ্ডমিম জুটি হয়ে ‘প্রেম পাগল’, ‘মাইনাসে প্লাসে মাইনাস’, ‘হারানো সুর’, ‘কোনো এক প্রেমিক’সহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন।
সম্প্রতি রাজধানীর উত্তরাসহ বিভিন্ন এলাকায় নাটকের দৃশ্যধারণ করা হয়েছে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সঞ্জয় সমাদ্দার। দুটি চরিত্র দুই গুণী শিল্পী যথাযথভাবে ফুটিয়ে তোলতে পারবেন বলে বিশ্বাস নির্মাতার।
অভিনেতা মোশাররফ করিম বলেন, নাটকের গল্পটা একটু আলাদা। মিমের সঙ্গে অনেকদিন পর কাজ করলাম। সব মিলিয়ে ভালো লাগছে।
মিম বলেন, পরিচালক সঞ্জয় সমাদ্দারের সঙ্গে বহুদিন ধরে কাজ করব বলে ভাবছিলাম। সেটি করা হয়নি। এবার সুযোগটা কাজে লাগালাম।
আসন্ন ঈদুল আজহায় নাটকটি দেখা যাবে টিভি পর্দায়।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।