ঠাকুরগাঁও সড়ক নির্মাণে ব্যাপক অনিয়ম-দূর্নীতির অভিযোগ:-
ঠাকুরগাঁও সদর প্রতিনিধি :
ঠাকুরগাঁও শহরের পুরাতন টাঙ্গন ব্রীজ হতে আড়ৎ পর্যন্ত কলেজ রোডের নির্মাণকাজে সড়ক ও জনপদ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম দূর্নীতির অভিযোগ উঠেছে। যেনতেন ভাবে নিম্নমানের সামগ্রী দিয়ে এ কাজ করা হচ্ছে।
স্থানীয়রা জানায় পুরাতন টাঙ্গন ব্রীজ হতে আড়ৎ পর্যন্ত কলেজ রোডের মেরামতের কাজ করছে দিনাজপুরের ঠিকাদারী প্রতিষ্ঠান আমিনুল হক প্রাইভেট লিমিটেড। এই কাজ দেখভালের দায়িত্বে আছেন সড়ক ও জনপদ বিভাগের উপ-প্রকৌশলী কাডছার আহম্মেদ, কিন্তু তিনি দেখে না দেখার ভান করছেন এমনটাই দাবী স্থানীয়দের। সরেজমিনে গিয়ে সড়ক বিভাগের কোন প্রকৌশলীকেই পাওয়া যায়নি। ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তির সাথে কথা বললে তিনি জানান কাজের বিষয় সম্পর্কে আমার জানা নেই। কলেজ পাড়ার স্থানীয় বাসিন্দা বুলেট বলেন সড়কের যে কাজ হচ্ছে তা অত্যন্ত নিম্মমানের। এত নিম্নমানের কাজ এর আগে কখনো দেখেনি। যে ভাবে মেরামতের কাজ করা হচ্ছে কয়েকদিন পরেই তা নষ্ট হয়ে যাবে। একই কথা জানান শাহিন বেলালসহ অনেকে। রাস্তা মেরামতের কাজে নিম্নমানের বিটুমিন, ধুলোমাটির উপরে রোলার ছাড়াই কারপেটিংয়ের কাজ করা হচ্ছে। তারা আরও জানায় যে ভাবে কাজ হচ্ছে তা এখনই ভেঙ্গে যাচ্ছে। এতে সরকারের টাকা পুরোপুরি গচ্ছা যাচ্ছে। ঠিকাদারের লোকজনকে নিয়ম মেনে কাজ করার অনুরোধ করা হলেও তারা তা শোনেননি। বরং প্রতিবাদ করায় ভয়ভীতি দেখানো হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক বলেন কায়ছার আহম্মেদ টাকা পেলেই চুপচাপ থেকে যান। কাজের মান নিয়ে তাতে যায় আসে না।
এ বিষয়ে ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোপাইটর শুভ বলেন সেখানে আমাদের লোক আছে তাদের জিজ্ঞাসা করলেই জানতে পারবেন, এরপরই তিনি ফোনটি কেটে দেন। পরে একাধিকা যোগাযোগ করেও পাওয়া যায়নি।
ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগের দায়িত্বে থাকা উপ-সহকারি প্রকৌশলী কায়ছার আহম্মেদের কাছে কাজের বিষয়ে বিস্তারিত জানতে চাইলে তিনি তথ্য না দিয়ে উল্টো উত্তেজিত হয়ে উঠেন। এবং চেয়ার ঘুরিয়ে মুখ ফিরিয়ে নেন।
এ ব্যাপারে ঠাকুরগাঁও সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. মনসুরুল আজিজ মুঠোফোনে বলেন আমি হাসপাতালে আছি । পরে কথা বলা যাবে।
মোঃ আল-আমিন ঠাকুরগাঁও সদর প্রতিনিধি.
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।