অনেক চেষ্টা করেও একটি গোলের দেখা পেলো না বার্সেলোনা। বলা যায়, প্রতিপক্ষ গেতাফের বিরুদ্ধে একটি দুর্বল দল নামিয়েছিলো কোচ জাভি হার্নান্দেজ। নিয়মিত খেলোয়াড়দের অনেককে ছাড়া গেতাফের মোকাবিলা করে বার্সা।
টানা তিন ম্যাচ জয়ের পর পয়েন্ট খুয়ালো বার্সেলোনা। নিয়মিত একাদশে বেশ কয়েকজন খেলোয়াড় ছাড়া খেলতে নেমে ভুগতে হল জাভির দলকে। গেতাফের মাঠে বিবর্ণ ম্যাচ উপহার দিয়ে এক পয়েন্ট ভাগাভাগি করলো দুই দল।
রোববার (১৫ মে) রাতে গেতাফের মাঠে স্বাগতিকদের সঙ্গে গোল শূন্য ড্র করেছে বার্সেলোনা। এর ফলে ৩৭ ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে লা লিগায় রানার্সাপ হওয়া নিশ্চিত হয়েছে বার্সেলোনার।
এতে আগামী মৌসুমে স্প্যানিশ সুপার কাপ খেলা নিশ্চিত করলো কাতালানরা। আর এর আগেই সেরা চারে থাকা নিশ্চিত করে আগামী মৌসুমের চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে বার্সেলোনা। প্রতিপক্ষে মাঠে আক্রমণে বিবর্ণ ছিল বার্সেলোনা।বার্সেলোনার ৫টি শটের বিপরীতে ৯টি শট নিয়েছে গেতাফে, যার তিনটি ছিল লক্ষ্যে। পুরো ৯০ মিনিটে মাত্র একবার গেতাফের গোলমুখে শট নিতে সক্ষম হয়েছে বার্সা।
৪৮তম মিনিটে প্রথম লক্ষ্যে শট রাখতে পারে বার্সেলোনা। অবামেয়াংয়ের ব্যাকহিল পাস ধরে তোরেস গেতাফে গোলরক্ষক ডেভিড সোরিয়ার উপর দিয়ে চিপ করে বল জালে পাঠানোর চেষ্টা করেন। তবে নিজের লাইনে দাঁড়ানো গেতাফে গোলরক্ষক সেই চেষ্টা সহজেই নস্যাৎ করেন। এটিই ছিল বার্সেলোনার একমাত্র অন টার্গেট শট।
পুরো ম্যাচে বল দখলে ৭২ ভাগ থাকলেও মাত্র পাঁচটি শট নিতে পেরেছে অবামেয়াংরা। যার মাত্র একটি লক্ষ্যে ছিল। গেতাফে ৯ শটের ৩টি লক্ষ্যে রেখেছিল। আগামী ২২ মে লিগের শেষ ম্যাচে ভিয়ারিয়ালের বিপক্ষে মুখোমুখি হবে বার্সেলোনা।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।