বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের হাসামদিয়া গ্রামের মাঠের পাট খেত থেকে মাথা বিছিন্ন করা বস্তাভর্তি অর্ধগলিত এক মহিলার লাশ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।

তবে পুলিশ তার নাম ঠিকানা পরিচয় এখনো শনাক্ত করতে পারেননি। আনুমানিক তার বয়স হবে ২৭ থেকে ২৮ বছর।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ মে) সকালে স্থানীয় কৃষকরা পাট খেতের পরিচর্যা করতে গিয়ে হাসামদিয়া গ্রামের কবির শেখের পাট খেতের মধ্যে বস্তাবন্ধি লাশটি দেখতে পান।

পরে পুলিশকে খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাথা বিহীন বস্তাবন্ধি লাশটি উদ্ধার করে। এ সময় লাশের মাথার অংশ পাশের নান্নু মোল্যার পাট খেত থেকে উদ্ধার করা হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল আলম এর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পৃথক পাট খেত থেকে অর্ধগলিত দেহ ও মস্তিষ্ক উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে ৮ থেকে ১০ দিন আগে তাকে হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে। লাশের পরিচয় ও খুনিদের শনাক্ত করতে চেষ্টা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।