গতকাল বুধবার শেষ বিকেলে দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেই বিপাকে পড়ে সফরকারীরা। ৬৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা লঙ্কান শিবিরে দুইটি আঘাত হানে টাইগাররা।

চট্টগ্রাম টেস্টের পঞ্চম ও শেষদিনে জয়ের আশায় আজ মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। বৃহস্পতিবার (১৯ মে) চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আগের দিনের ৩৯ রানে খেলতে নেমেছে শ্রীলঙ্কা।

শ্রীলঙ্কা গতকাল ২৯ রানে পিছিয়ে থাকায় আজ জয়ের আশা নিয়ে মাঠে নেমেছে স্বাগতিক বাংলাদেশ। এর আগে, চট্টগ্রাম টেস্টে টস জিতে ব্যাট করে প্রথম ইনিংসে ৩৯৭ রান তোলে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ প্রথম ইনিংসে তামিম ও মুশফিকের সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪৬৫ রান তোলে।

ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরির সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে পাঁচ হাজার রানের কীর্তি গড়েন মুশি। প্রতিবেদন প্রস্তুতের সময় শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ৫২ রান। এখনও বাংলাদেশ থেকে ১৬ রানে পিছিয়ে দলটি।