কেশবপুরে কেভিড ১৯ প্রতিরোধে ওয়াটার, স্যানিটেশন ও হাইজিং ব্যবস্থাপনা বিষয়ে ওরিয়েন্টেশন
এনামুল কবির সবুজ স্টাফ রিপোর্টারঃ
কেশবপুর উপজেলা পরিষদ সভাকক্ষে ওয়ার্ডের সহযোগিতায় ও এ্যামিরিকারর্সের বাস্তবায়নে কেভিড ১৯ প্রতিরোধে স্বাস্থ্যকেন্দ্রে ওয়াটার, স্যানিটেশন ও হাইজিং ব্যবস্থাপনা বিষয়ে ওরিয়েন্টেশন রবিবার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। ওয়র্ডের নির্বাহী পরিচালক সৈয়দ আকমল আলীর সভাপতিত্বে ও এ্যামিরিকারর্সের প্রোগ্রাম অফিসার আশিকুর রহমান আশার সঞ্চালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবর সভাপতি এস আর সাঈদ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার প্রদীপ বিশ্বাস, ডাক্তার প্রদীপ্ত চৌধুরী, ডাক্তার সিয়াম ও সহকারী স্বাস্থ্য পরিদর্শক আমিনুল ইসলাম। ওরিয়েন্টেশন পরিচালনা করেন এ্যামিরিকারর্সের কনসারটেন্ট নার্গিস সুলতানা।
উল্লেখ্য ওয়ার্ডের সহযোগিতায় ও এ্যামিরিকারর্সের বাস্তবায়নে যশোর জেনারেল হাসপাতাল, কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাড়াও ইতিপূর্বে উপজেলার ৭টি কমিউনিটি ক্লিনিকে ওয়াস প্রকল্প চালু করা হয়েছে।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।