

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব এম এ রশিদ এর ইন্তেকাল।
সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ আজ বিকেল ৫:০০ টায় ইন্তেকাল করেছেন (ইন্নাহ…… রাজেউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। তার ফেসবুক পেজে প্রকাশিত শোকবার্তায় তিনি বলেন, আওয়ামীলীগের একজন ত্যাগী, নির্লোভ ও নিবেদিত নেতা ছিলেন আবদুর রহমান। তাদের ত্যাগের বিনিময়ে শক্তিশালী হয়েছে দলের সাংগঠনিক ভিত। তিনি মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

ডেইলি কলমকথার সকল নিউজ সবার আগে পেতে গুগল নিউজ ফিড ফলো করুন
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।