বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ সকল নেতাকর্মী গ্রেফতার এবং হত্যার প্রতিবাদে গণবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁও জেলা বিএনপির আয়োজনে গণবিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশের শুরুতেই দলটির নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে একি স্থানে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের সভাপতিত্বে এ সময়ে বক্তব্য রাখেন জেলা যুবদলের সভাপতি মহেবুল্লাহ আবুনুর চৌধুরী, সাধারণ সম্পাদক মাহবুব হাসান তুহিন, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান জাহিদ,
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক সোহেল রানা,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সবুজ, সদস্য সচিব মামুনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি কায়েসসহ অন্যান্যরা।
এ সময় বক্তারা সরকারের সমালোচনা করে বলেন ,এই অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে কারাগারে পাঠিয়েছে।
তারা একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছি।
পুলিশ দিয়ে বিএনপি নেতাকর্মীদের ওপর অত্যাচার করছে বর্তমানে আওয়ামী লীগ সরকার।
সেই সাথে মির্জা ফখরুল সহ অন্যান্য নেতাদের মুক্তি দেওয়া না হলে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন দলটির নেতা কর্মীরা।
গণসমাবেশে অংশগ্রহণ করেন জেলা, সদর উপজেলা, পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতা কর্মী।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।