নড়াইল পৌর নির্বাচন উপলক্ষে প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে সাংবাদিকদের সাথে মত বিনিময়
মো:রফিকুল ইসলাম | নড়াইল
আগামীকাল (৩০জানুয়ারী) নড়াইল পৌরসভার ও কালিয়া পৌরসভার নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক, জেলা পুলিশ এবং জেলা নির্বাচন অফিস।
আজ বেলা ১২ ঘটিকার সময় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান,পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার),অতিরিক্ত জেলা প্রশাসক মো ইয়ারুল ইসলাম,জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলার সাংবাদিক বৃন্দ এ মতবিনিময়ে অংশ নেন।
আলোচনায় জেলার দুইটি পৌরসভার নির্বাচন সুষ্ঠু, শান্তিপুর্ন ও নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করেন।
এর আগে জেলা তথ্য অফিস থেকে নির্বাচন নিউজ কাভার করতে সাংবাদিক কার্ড ও পরিবহণের অনুমতি ষ্টিকার
বিতরণ করেন। এবারই সাংবাদিক কার্ড জেলা তথ্য দপ্তর থেকে বিতরণ করা হল।
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।