- নড়াইলে কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ।
মোঃ আজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল
নড়াইল সদর উপজেলায় ছয় হাজার কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড বোরো ধান বীজ বিতরণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলার আয়োজনে রোববার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আনজুমান আরা। প্রত্যেক কৃষককে বিনামূল্যে দুই কেজি করে বোরো ধান বীজ প্রদান করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষিবিদ অনুজ কুমার বিশ্বাস, সদর উপজেলা ইউএনও সালমা সেলিম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার কৃষ্ণা রায়সহ অনেকে।
মো: অাজিজুর বিশ্বাস স্টাফ রিপোর্টার নড়াইল।
মোবাইল : ০১৯২০২৮১৭৮৭/০১৭০৫১৯৩০৩০
দৈনিক কলম কথা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।