• ভোক্তা সুরক্ষায় বিএসটিআইয়ের কিউআর কোড।

সুমনসেন চট্টগ্রাম জেলা প্রতিনিধি-

পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো থাকলেও অনেক ক্ষেত্রে ভোক্তারা যাচাই করতে পারেন না। ভোক্তারা যাতে প্রতারিত না হন সেজন্য বিএসটিআইয়ের লোগো চেনাতে কিউআর কোড চালু হচ্ছে।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক গণশুনানিতে বিএসটিআইয়ের মহাপরিচালক নজরুল আনোয়ার এ তথ্য জানান।
সেবাকে আরও জনবান্ধব ও সহজ করার লক্ষ্যে অংশীজনদের নিয়ে গণশুনানির আয়োজন করে বিএসটিআই।

সভাপতির বক্তব্যে বিএসটিআইয়ের মহাপরিচালক জানান, কিউআর কোড বাস্তবায়নের কাজ দ্রুত এগিয়ে চলছে। এটি বাস্তবায়ন হলে ক্রেতা মোবাইল অ্যাপের মাধ্যমে তাৎক্ষণিকভাবে বিএসটিআইয়ের লাইসেন্স সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে পারবেন।

নজরুল আনোয়ার বলেন, বিএসটিআইয়ের সেবাকে জনবান্ধব ও বিশ্বমানের করার লক্ষ্যে আরও ৪৬টি নতুন ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে। একই সঙ্গে ১৩টি আঞ্চলিক অফিসের পাশাপশি ৬৪ জেলায় অফিস স্থাপন, প্রধান কার্যালয় ও বিভাগীয় কার্যালয়ের বিদ্যমান ল্যাবরেটরিগুলোর আধুনিকায়নসহ বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ বাস্তবায়নাধীন।