বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২৪ বিশিষ্ট নাগরিককে ২০২২ সালের একুশে পদক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে।

অভিনয়ে বিশেষ অবদানের জন্য এই পদক পাচ্ছেন মাসুম আজিজ ও আফজাল হোসেন, খালেদ মাহমুদ খান (মরনোত্তর)।

 

বিষয়টি নিয়ে বরণ্য অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন বলেন,‘ সকাল থেকেই অনেকেই শুভেচ্ছা জানাচ্ছেন। খবরটি শুনে আমি নিজেই বিস্মিত হয়েছি।’

পদক প্রাপ্তি প্রসঙ্গে তিনি বলেন,‘রাষ্ট্রীয় সম্মাননা প্রাপ্তি অনেক আনন্দের। এর অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। খুব ভালো লাগছে।’

জানা গেছে, শিগগিরই পদক প্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দেয়া হবে।